0 votes
65 views
in Social science by (6.6k points)
1894 সনে উত্তর কামরূপে সংঘটিত হওয়া কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা কর।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : 1894 সনে উত্তর কামরূপের কৃষ করা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহের মূল কারণগুলি ছিল —

(i) 1868-89 সনে ভূমির খাজনা শতকরা 25 থেকে 50 ভাগ বৃদ্ধি করা হয়েছিল।

(ii) 1892 সনে 100 শতাংশ খাজনা বৃদ্ধি করে খাজনা সংগ্রহের ব্যবস্থা করায় কৃষকরা উত্তেজিত হয়ে পরেছিল।

উত্তর কামরূপের বিভিন্ন অঞ্চলে শত শত কৃষক জনসভায় মিলিত হয়ে বর্ধিত হারে খাজনা না দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়েছিল।

1893 সনের ডিসেম্বর মাসে রঙিয়া বাজার লুটপাটের মাধ্যমে কৃষক বিদ্রোহের আরম্ভ হয়।

1894 সনের, ৪ জানুয়ারী পুলিশ 15 জন কৃষককে একটি জনসভা থেকে গ্রেপ্তার করে।

1894 সনের 10 জানুয়ারী উত্তর কামরূপের হাজার হাজার কৃষকের উপস্থিতিতে রঙিয়ায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত করা হয়েছিল। জনসভায় বাধা প্রদান করার জন্য কামরূপ জেলার জিলাধিপতি আর.বি. মেককেব এবং রেইলী নামের এক পুলিশ অফিসার 10 জানুয়ারীর আগে থেকেই অবস্থান করে ছিলেন। ফলে জনসভায় উপস্থিত থাকা কৃষক এবং সরকারী পক্ষের মধ্যে সংঘর্ষ আরম্ভ হয়। এই সংঘর্ষে কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছিল।

কিন্তু ব্রিটিশ সরকারের এই দমনমূলক নীতি কৃষকদের সভা অনুষ্ঠিত করা থেকে বিরত পারেনি। নলবাড়ী, বরমা, বজালী ইত্যাদি স্থানের কৃষক জনসাধারণ পূর্বেই মতোই সক্রিয় হয়েছিল এবং সরকারের রাজস্ব সংগ্রহে পূর্ণ বাধা প্রয়োগ করেছিল।

ব্রিটিশ প্রশাসনের দমনমূলক ব্যবস্থার পর রঙিয়ায় কৃষক বিদ্রোহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। বজালী অঞ্চলে লচিমা, চৌখুঁটী, পানগাঁও, সর্থেবারী, পাটছারকুচি ইত্যাদি স্থানে হাজার হাজার কৃষকরা জনসভায় যোগদান করেছিল। অঞ্চলের সবচেয়ে বৃহৎ জনসভা অনুষ্ঠিত হয়েছিল পানগাঁও এর চাপরিতে। এই জনসভায় রঙিয়া, নলবাড়ী, ধর্মপুর, বজালী প্রভৃতি উত্তর কামরূপের বিভিন্ন অঞ্চলের কৃষকরা যোগদান করেছিল।

1894 সনের 21 জানুয়ারী, লচিমার নিকটবর্তী কাপ্লা গ্রামে মৌজাদার দাসোরাম চৌধুরী এবং মণ্ডল হলিরাম মিশ্র খাজনা সংগ্রহ করতে গেলে জনসাধারণ তাদেরকে মারধর করে।

কাপ্লা গ্রামের ঘটনার সংগে জড়িত প্রায় 75 জন লোককে আটক করা যদিও হয়েছিল পরে জনসাধারণের শাসানিতে মুক্ত করে দেওয়া হয়। পরের দিন মেককেব ঘটনাস্থলীতে উপস্থিত হয়ে মোট 59 জন বিদ্রোহী কৃষককে গ্রেপ্তার করেছিল। বন্দীসকলকে, গরুর মতো কাঁধে জোয়াল দিয়ে হাল টানিয়ে জনসাধারনকে দৃষ্টান্ত দেখানো হয়েছিল যাতে ভবিষ্যতে তারা কোন বিদ্রোহ করার সাহস করতে না পারে।
...