উত্তর : ১৮৫৭ সনের বিদ্রোহ অসমে ব্যর্থ হওয়ার কারণ কয়েকটি হ'ল —
(i) অসমের বিদ্রোহীদের সংখ্যা অত্যন্ত কম ছিল। মণিরাম দেওয়ানের সমর্থকরা ষোড়হাট ও শিবসাগরে সীমাবদ্ধ ছিল।
(ii) বিদ্রোহের নেতাদের সময় জ্ঞান ছিলনা কেন না তাঁরা প্রস্তুতি সম্পূর্ণ করেও সময়মত কার্যকরী করতে পারেননি। যার ফলে ইংরেজ সরকার প্রতিরক্ষা প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছিল।
(iii) বিদ্রোহের মুখ্য সংগঠনক মণিরাম দেওয়ান বিদ্রোহের স্থান থেকে বহুদূরে অবস্থান করেছিলেন। সেই সময়ের পরিপ্রেক্ষিতে কলিকাতা অসম থেকে বহুদূরে ছিল এবং সেখানে থেকে চিঠিপত্রের মাধ্যমে বা আদেশ পাঠিয়ে বিদ্রোহ পরিচালিত করা বাস্তবসম্মত ছিল না।
(iv) সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে বিদ্রোহে জড়িত করার জন্য মণিরাম দেওয়ান তথা তার সহযোগীরা কোনো প্রচেষ্টা হাতে নেননি। নগাঁও এবং গুয়াহাটীতে অসমের নতুন মধ্যবিত্ত শ্রেণীর লোকরা বিদ্রোহের প্রতি একেবারে সহানুভূতিশীল ছিল না।
(v) অসমের বিদ্রোহীরা তাদের কার্যপন্থার গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ ছিলেন। ফলস্বরূপ সমগ্র পরিকল্পনা ব্রিটিশ সরকারের অবগত ছিল এবং বিদ্রোহ নির্মূল করায় সফল হয়েছিল।
(vi) অসমের বিদ্রোহীরা প্রয়োজন অনুসারে অস্ত্র-শস্ত্রের যোগান পাননি। মণিরাম দেওয়ান যদিও অস্ত্রের যোগান দেওয়ার কথা বলেছিলেন কিন্তু তার পূর্বেই তিনি ব্রিটিশের হাতে বন্দী হন।