0 votes
71 views
in Social science by (6.6k points)
কি রাজনৈতিক পরিস্থিতিতে গান্ধী আরউইন চুক্তি সাক্ষর হয়েছিল? এই চুক্তির সর্তসমূহ কি ছিল?

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : 1929 সনের লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ কংগ্রেসের মূল লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। সনের 31 জানুয়ারী গান্ধী ব্রিটিশের অপশাসনের অবসান চেয়ে লর্ড আরউইনের নিকট কয়েকটি দাবী সম্বলিত পত্র প্রেরণ করেন। এই.. দাবীসমূহ ছিল— মাদক দ্রব্যের প্রচলন বন্ধ করা, মাটির খাজনার পরিমাণ হ্রাস করা, বিদেশী বস্ত্রের উপর সীমা শুল্ক আরোপ এবং সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি প্রদান । এই দাবীসমূহ ইংরাজ সরকার মেনে না নেওয়ার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী 1930 সনে ‘লবণ সত্যাগ্রহের' মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। আইন অমান্য আন্দোলন চলতে থাকার সময় লণ্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠক কংগ্রেস বর্জন করে। এই গোলটেবিল বৈঠকে কংগ্রেসের কোন প্রতিনিধি না থাকার জন্য তা ব্যর্থ হয়েছিল। এই অবস্থায় ব্রিটিশ সরকার কংগ্রেসের সাথে আপোস- মীমাংসায় আসার জন্য তৎপর হয়ে উঠেছিল। এই ধরণের, রাজনৈতিক পরিস্থিতিতে ভাইসরয় লর্ড আরউইন এবং গান্ধীর মধ্যে একটি চুক্তি সাক্ষর হয়েছিল। এই চুক্তিটিকে গান্ধী আরউইন চুক্তি হিসাবে জানা যায়।

গান্ধী-আরউইন চুক্তির প্রধান সর্তসমূহ হ'ল —

(i) হিংসাত্মক ঘটনার জন্য দোষী সাব্যস্ত না হওয়া সকল বন্দীকে মুক্ত করে দেওয়া।

(ii) অসংগৃহীত জরিমনা মাফ করা।

(iii) সত্যাগ্রহীদের থেকে অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দেওয়া।

(iv) সাগরের পারে বসবাস করা গ্রামবাসীদের লবণ তৈরী করার অনুমতি প্রদান।

(v) সত্যাগ্রহীদের শান্তিপূর্ণ ও অহিংস ধর্মঘট করার অনুমতি প্রদান।

(vi) কংগ্রেছ দ্বারা সর্তানুসারে আইন অমান্য আন্দোলনের কার্যসূচী প্রত্যাহার করা।
...