উত্তর : বংগ বিভাজন ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাইসরয় লর্ড কার্জনের শাসনকালে সংঘটিত বংগ বিভাজন ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা।
ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথমদিকে বংগদেশের জাতীয় জাগরনে একটি শক্তিশালী, স্থিতিতে উপনীত হয়েছিল। বংগবাসীর এই জাগরণ ইংরাজ সরকারকে চিন্তিত করে তুলেছিল, এবং এই জাগরণ নির্মূল করার জন্য ভাইসরয় লর্ড কার্জন পূর্ববংগকে অসমের সাথে সংলগ্ন করে ‘পূর্ববংগ ও এবং অসম নামের একটি প্রদেশ গঠন করেছিলেন। অন্যদিকে অবশিষ্ট বংগদেশের পশ্চিম খণ্ডের সংগে বিহার ও উড়িষ্যাকে আগের মতো রেখে, পশ্চিমবংগ নামে আরেকটি বংগপ্রদেশ সৃষ্টি করেছিলেন। বংগ বিভাজনকে কেন্দ্র করে সমগ্র দেশ ঐক্যবদ্ধ হওয়ার সংগে ভারতীয়দের মনে জাতীয় চেতনার ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছিল। প্রকৃতপক্ষে বৃটিশ শাসনের বিপক্ষে বংগভঙ্গ বিরোধী আন্দোলন ছিল সর্বভারতীয় পর্যায়ের প্রথম সক্রিয় জাতীয় সংগ্রাম।