উত্তর : প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অসমে ঘটা প্রব্রজনের স্রোত নিম্নলিখিতভাবে আলোচনা করা হল —
(i) অসমে প্রথম আগমন ঘটা জনস্রোতটি সম্ভবত ছিল অষ্ট্ৰিক জনগোষ্ঠী। অষ্ট্রিকরা এসেছিল দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে। এই গোষ্ঠীর লোকরা মেঘালয়ে বসবাস করে।
(ii) দ্বিতীয় জনস্রোতটি ছিল তিব্বতীয় বর্মন ভাষা বলা মঙ্গোলীয়রা। এরা মধ্য এশিয়া থেকে হিমালয় পর্বত অতিক্রম করে অসমে এসেছিল। এই গোষ্ঠীর লোকদের মধ্যে আছে— বড়ো, মিচিং, রাভা, তিওয়া, দেউরী ইত্যাদি।
(iii) তৃতীয় জনস্রোতটি হল সিন্ধু-আর্যমূলের ভাষাভাষী লোকরা। তাঁরা মূলতঃ ককেসীয় জনগোষ্ঠীর লোক ছিল। কলিতা, কায়স্থ, ব্রাহ্মণ, প্রভৃতি এই জনগোষ্ঠীর অন্তর্গত। এরা ব্রহ্মপুত্র বরাক উপত্যকায় বাস করে।
(iv) অসমে আগন ঘটেছিল সিন্ধু-আর্যমূলের ইসলান ধর্মাবলম্বী একদল সৈন্য।
(v) পঞ্চমতঃ অসমে আগমন ঘটা অন্য এক গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হ’ল আহোমরা। তাঁরা মূলতঃ মঙ্গোলীয় প্রজাতির লোক। 1228 খ্রীঃচুকাফার নেতৃত্বে উত্তর ম্যানমারের সান মালভূমির পাটকাই পর্বত পার হয়ে তাঁরা অসমে এসেছিলেন।
(vi) ষষ্ঠ: জনস্রোতের মধ্যে আছে ব্রিটিশরা শাসনভার নেওয়ার পর বিভিন্ন কাজ পরিচালনার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের সংগে পাশাপাশি দেশ থেকে আগত লোকেরা।
(vii) সপ্তমতঃ অসমে আগমন ঘটা অন্য একটি জনস্রোত হ'ল তখনকার পূর্ববঙ্গ থেকে আসা ভূমিহীন মুসলমানসকল।
এইসকল গোষ্ঠী অসমকে একটি বর্ণিল কৃষ্টি-সংস্কৃতির বিশাল প্রান্তরে রূপান্তরিত করেছে।