উত্তর : ব্রিটিশ সরকারের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে অসমের কৃষকরা যে বিদ্রোহ করেছিল তা ছিল ফুলগুড়ির ধাওয়া। নগাঁও থেকে অল্প দূরে ফুলগুড়ি নামক গ্রামে জনসাধারণ আফিং চাষ করে জীবিকা নির্বাহ করত। তাঁরা আফিং গাছের গুটা থেকে মাদক দ্রব্য প্রস্তুত করত। ব্রিটিশরা নিজেরা আফিং এবং ব্যবসা করবে বলে 1861 সনে আফিং চাষ বন্ধ করে দিয়েছিল। ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় 1500 কৃষক ফুলগুড়িতে জনসভা অনুষ্ঠিত করে। সেসময় নগাঁও এর উপায়ুক্ত হার্বার্ট স্কন্স সহকারী উপায়ুক্ত সিংগারকে সভাস্থলে পাঠান। স্কন্স প্রতিবাদকারীদের সভাস্থল ত্যাগ করার নির্দেশ দিলে একজন উত্তেজিত জেলে সিংগারের মাথায় লাঠির আঘাত করায় তাঁর সংগে সংগে মৃত্যু হয়। সিংগারের মৃতদেহকে কালানদীতে ছুড়ে ফেলে দেওয়া হয়। সিংগারের সংগে যাওয়া পুলিশ বাহিনী ভয়ে পলায়ন করে। এই ঘটনাকে ইতিহাসে ফুলগুড়ির ধাওয়া বলে জানা যায়।