0 votes
83 views
in Social science by (33.3k points)
অসমের কৃষি জলবায়বীয় অঞ্চলগুলি কি কি? এইগুলির বৈশিষ্ট্য সংক্ষিপ্তভাবে উল্লেখ কর।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer

উত্তর : অসমের কৃষি জলবায়বীয় অঞ্চলগুলি হল—

(i) নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা। 

(ii) উত্তর পারের সমভূমি অঞ্চল।

(iii) মধ্য ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা অঞ্চল।

(iv) উজান ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল। 

(v) বরাক উপত্যকা অঞ্চল।

(vi) পার্বত্য অঞ্চল।

এই অঞ্চলগুলির বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হল—

(i) নিম্ন ব্রহ্মপুত্র উপত্যকা : (ক) এই অঞ্চলের মাটি উর্বর, (খ) আউস ধানের চাষ বেশী হয়। পাট চাষের প্রাধান্য দেখা যায়।

(ii) উত্তর পারের সমভূমি অঞ্চল : এই অঞ্চলের মাটি পলিযুক্ত, (খ) আউস ধানের সংগে শালিধানের চাষও করা হয়।

(iii) মধ্য ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা অঞ্চল : (ক) ধানের সংগে পাট চাষও বিস্তৃতভাবে করা হয়, (খ) ফল-মূল, শাক-সব্জি, আখ, মসলাজাতীয় শস্যের চাষ করা হয়।

(iv) উজান ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল : চা-চাষের প্রাধান্য দেখা যায়। (v) বরাক উপত্যকা অঞ্চল : (ক) মাটি উর্বর ও পলিযুক্ত, (খ) শালিধানের চাষ ভাল হয়।

(vi) পার্বত্য অঞ্চল : জুম চাষ করা হয়।

...