উত্তর : দূষিত পদার্থ মিলিত হয়ে নির্মল জলকে ব্যবহারের অনুপযোগী করা কার্যকে জল প্রদূষণ বলে।
বিভিন্ন ধরণে জল প্রদূষণ হতে পারে। যেমন —
(i) ঔদ্যোগিক আবর্জনা এবং নগরের ব্যর্জ পদার্থ নগর অঞ্চলের মধ্যদিয়ে বা পাশদিয়ে প্রবাহিত নদ-নদীর জল দূষিত করে।
(ii) বৃহৎ ঔদ্যোগিক অঞ্চলের আশে-পাশে থাকা জলাশয়ের জলে এসিডের পরিমাণ বৃদ্ধি পেলেও জল দূষিত হয়।
(iii) কৃষিকার্যে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যগুলির কিছু অংশ বৃষ্টির জলে, বাহিত হয়ে নদী, খাল, বিল ইত্যাদির জল দূষিত করে।
(iv) উদ্যোগের বর্জ্য নিক্ষেপ করা ছাড়াও তেলবাহী জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হলেও জল দূষিত হয়ে।