উত্তর : যোগবিদ্যা ভারতের এক গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমগ্র মানব সমাজের এক অনবদ্য অবদান। ভারতের বৈদিক যুগে এই বিদ্যার বহুল প্রচলন হয়েছিল। আনুমানিক খ্রীষ্টীয় দ্বিতীয় শতকে মহর্ষি পতঞ্জলী যোগবিদ্যাকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এক সচেতন সক্রিয় পদ্ধতি তথা জীবন- যাপনের সম্পূর্ণ প্রণালী হিসাবে এক দর্শনের রূপ প্রদান করেছিলেন। পতঞ্জলী যোগ পদ্ধতিতে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি নামে অষ্টাঙ্গ যোগের বিধান দেওয়া আছে। যোগবিদ্যার প্রতি লক্ষ্য রেখে 2015 সনে রাষ্ট্রসংঘ 21 জুন তারিখটি আন্তঃরাষ্ট্রীয় যোগদিবস হিসাবে ঘোষণা করেছে।