0 votes
47 views
in Social science by (6.6k points)
যোরহাট সার্বজনিক সভার উদ্দেশ্য ও কার্যাবলী কি ছিল?

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : ১৮৮৪ সনে জগন্নাথ বরুয়ার নেতৃত্বে যোড়হাট সার্বজনিক সভা স্থাপিত হয়। এই সাভার প্রতিষ্ঠাপক ছিলেন রাজা নরনারায়ন সিং এবং প্রতিষ্ঠাপক সম্পাদক ছিলেন জান্না্য বরুয়া।

এই সভার মূল উদ্দেশ্য ছিল —

(i) জনসাধারণের আশা আকাঙ্খার বিষয়ে সরকারকে অবগত করা।

(ii) সরকারের উদ্দেশ্য ও নীতি জনসাধারণকে বোঝানো।

(iii) জনসাধারণের অবস্থার উন্নতি সাধন করা।

যোড়হাট সার্বজনিক সভা প্রত্যক্ষভাবে সরকারের মুখোমুখী যদিও হয়নি, সরকারের কুনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এই ক্ষেত্রে সভা গ্রহণ করা কয়েকটি উল্লেখযোগ্য কার্যাবলী হ'ল—

(i) ১৮৮৬ সনের সরকারের ভূমি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করা। (ii) ১৮৯২-৯৩ সনে সভা কৃষক সমাজের সংগে একসাথে বর্ধিত করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

(iii) ১৮৯৩ সনে সভা অসমের মুখ্য সচিবের মাধ্যমে সরকারী আফিং আয়োগের উদ্দেশ্যে স্মারক পত্রের মাধ্যমে আফিং এর একাধিক উপকারীতার কথা। উল্লেখ করে সরকারের আফিং নীতির পরিবর্ত্তন বা আফিং নিবারণের প্রস্তাবের বিরোধীতা করেছিল।

এই সভাই ১৯০৫ সনে বংগ বিভাজনের বিরোধীতা করেছিল। জগন্নাথ বরুয়ার মৃত্যুর পর সার্বজনিক সভা দুর্বল হয়ে পড়েছিল এবং ১৯২১ সন পর্যন্ত ইহার অস্তিত্ব ছিল।
...