উত্তর : বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি বহু ধরণের সমস্যার সৃষ্টি করতে পারে। তার মধ্যে নিন্মলিখিতগুলি প্রধান —
(i) বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলিত হয় এবং সাগরপৃষ্ঠ ক্রমে উপরে উঠে ক্রমে উপকূলীয় অঞ্চলে বন্যার সৃষ্টি করে।
(ii) উপকূলীয় অঞ্চলে বন্যা হলে বহু জনবসতিপূর্ণ দ্বীপ, ব-দ্বীপ, প্রবালদ্বীপ, উপকূলীয় শহর জলে ডুবে যায়।
(iii) বহুবিধ শস্যের উৎপাদন হ্রাস পেয়ে একসময় উৎপাদন নিঃশেষ হয়ে যাবে। ফলস্বরূপে দুর্ভিক্ষের সৃষ্টি হবে।
(iv) উদ্ভিদ এবং প্রাণীজগতের জন্ম, বৃদ্ধি এবং ভৌগলিক বিতরণের পরিবর্তন হতে পারে।
(v) গোলকীয় উষ্ণতার প্রভাব জলবায়ুর উপর প্রভাব ফেলবে। গরম বাতাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি সমস্যার সৃষ্টি হবে।
(vi) মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া হবে এবং কিছু সংখ্যক রোগ বৃদ্ধি পাবে।
(vii) ইহার ফলে পৃথিবীর নতুন নতুন ভূমি মরুকরণ প্রক্রিয়ার কবলে পড়বে।