0 votes
52 views
in Social science by (33.3k points)
1894 সনে পথরুঘাটে সংঘটিত হওয়া কৃষক বিদ্রোহের একটি খতিয়ান তুলে ধরো।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer

উত্তর : উত্তর কামরূপের কৃষক বিদ্রোহ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পূর্বেই দরং জেলার অন্তর্গত মঙলদৈ মহকুমার পথরুঘাটে এক কৃষক বিদ্রোহ সংঘটিত হয়। 1894 সনের জানুয়ারী মাসে আরম্ভ হওয়া পথরুঘাটের কৃষক বিদ্রোহের মূল কারণ ছিল বর্দ্ধিত হারে ভূমির খাজনা নির্ধারণের প্রতিবাদ করা।

কৃষকরা নিজ নিজ অঞ্চলে জনসভা অনুষ্ঠিত করার পর পথরুঘাটে জানুয়ারী মাসের 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তিনদিন ব্যাপী জনসভা অনুষ্ঠিত করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল।

জিলাধিপতি এণ্ডারসন কৃষকদের সমাবেশ বন্ধ করার উদ্দেশ্যে পুলিশ অধীক্ষক জে আর বেরিংটনের সংগে পুলিশ-মিলিটারীসহ পথরুঘাটে উপস্থিত হয়েছিলেন। কৃষককরা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আসা বেরিংটন সাহেবকে ঘিরে ধরে। তিনি কোনক্রম জনতার হাত থেকে অব্যাহতি পেয়ে বিশ্রাম শিবিরে উপস্থিত হন। কয়েক ঘণ্টা পর প্রায় 2000 উত্তেজিত কৃষক বিশ্রাম শিবিরর দিকে ধাবমান হয়। এই কৃষকদের প্রায় সকলের হাতে লাঠি ও বাঁশের কঞ্চি ছিল।

উপায়ুক্ত এণ্ডারসন অতি শীঘ্রেই কৃষকদের সেই স্থান পরিত্যাগ করার নির্দেশ দেন। পুলিশ অধীক্ষক শক্তি প্রয়োগ করে কৃষকদের বিতাড়িত করার চেষ্টা করায় তারা উত্তেজিত হয়ে পড়ে এবং লাঠি সোটা, শিলগুটি নিক্ষেপ করে অগ্রসর হতে লাগল। উপায়ুক্তের নির্দেশে কৃষকদের উপর গুলিচালনা করা হয়। ইহার ফলে বেসরকারী পরিসখ্যান অনুযায়ী 140 জন কৃষকের মৃত্যু হয় এবং 150 জন আহত হয়।

পথরুঘাটের কৃষক বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার অতি কঠোর হাতে দমন করেছিল।

Related questions

...