0 votes
72 views
in Social science by (6.6k points)
ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা কর।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer

উত্তর : ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধী এক আত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষে তিনটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল -

(i) অসহযোগ আন্দোলন : অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতবর্ষের প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। তিনটি কারনে অসহযোগ আন্দোলন সংঘটিত হয়েছিল। যেগুলি হ'ল— রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং তুরস্কের সমস্যা।

১৯১৯ সন থেকে বলবৎ হওয়া রাওলাট আইন বিরোধী আন্দোলনকে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনে পরিবর্তন করতে চেষ্টা করেছিলেন। এই আইনের প্রতিবাদ করতে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে সমবেত হওয়া লোকদের উপর গুলিবর্ষণ করে ব্রিটিছ সরকার এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল।

মহাত্মা গান্ধী ভারতে তুরস্ক সমস্যাকে নিয়ে গড়ে উঠা খিলাফত আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। ১৯২০ সনে দিল্লীত অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় খিলাফত সমিতির সভায় গান্ধীর উপস্থিতি ও পরামর্শমতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের নীতি এবং কার্যসূচী গ্রহণ করা হয়েছিল। অসহযোগ আন্দোলনে, মহাত্মা গান্ধী অহিংস পন্থা হাতে নিয়েছিলেন কিন্তু ১৯২২ সনের ৫ ফেব্রুয়ারী চোরীচৌৱায় এই আন্দোলন হিংসার পথে চালিত হওয়ায় ২২ ফেব্রুযারী অসহযোগ আন্দোলন স্থগিত করেছিলেন।

(ii) আইন অমান্য আন্দোলন : আইন অমান্য আন্দোলন ১৯৩০ সনে গান্ধীর 'লবণ' সত্যাগ্রহের মাধ্যমে আরম্ভ হয়েছিল; যাকে দাণ্ডি যাত্রা বলে জানা যায় ১৯৩০ সনের ১২ মার্চ গান্ধীজী এবং তাঁর অনুগামীরা আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে দাণ্ডিতে উপস্থিত হয়ে সাগরের জল থেকে লবণ তৈরী করে আইন ভংগ করেছিলেন। আইন অমান্য আন্দোলন আরম্ভ করার অপরাধে গান্ধীজী এবং তাঁর কয়েকজন অনুগামীদের গ্রেপ্তার করা হয়। ১৯৩১ সনের ৫ মার্চ ভারতের ভাইসরয় লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধীর মধ্যে একটি বোঝাপড়ার চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির সর্তমতে গান্ধীজী আইন অমান্য আন্দোলন স্থগিত রেখেছিলেন এবং লণ্ডনে। অনুষ্ঠিত হওয়া গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন।

(iii) ভারত ত্যাগ আন্দোলন : ১৯৪২ সনের আগষ্ট মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারত ত্যাগ আন্দোলন আরম্ভ করেছিল। ব্রিটিশ সরকার কংগ্রেসকে নিষিদ্ধ করার সংগে গান্ধীজী এবং অন্যান্য বহু কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে। যদিও এই আন্দোলন দীর্ঘম্যাদী ছিলনা, স্বাধীনতার জাতীয়তাবাদী সংগ্রামে জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এই আন্দোলনকে এক নতুন মাত্রা প্রদান করেছিল। ছাত্র, মহিলা, কৃষক এবং শ্রমিক এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

ভারত ত্যাগ আন্দোলনের পরিনতিস্বরূপ ভারতবর্ষে ব্রিটিশের শক্তি বহু পরিমাণে হ্রাস পেয়েছিল।

...