0 votes
101 views
in Economics by (33.3k points)
recategorized by
মুদ্রা সম্পাদন করা চারটি প্রধান কার্য লিখ।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer

উত্তর : মুদ্রা সম্পাদন করা চারটি প্রধান কার্য হল —

(i) বিনিময়ের মাধ্যম : মুদ্রার প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে কার্য সম্পাদন করা।

(ii) মূল্যের মাপকাঠি : মুদ্রা বস্তুর মূল্যের মাপকাঠি হিসাবে কার্য সম্পাদন করে। মুদ্রা হ'ল বস্তুর মূল্যের সবচেয়ে গ্রহণযোগ্য মাপকাঠি। কারণ সকল আর্থিক সামগ্রীর মূল্য মুদ্রার রূপে প্রকাশ করা হয়।

(iii) স্থগিত দেনা-পাওনাৰ মানদণ্ড : মুদ্রা স্থগিত দেনা-পাওনার মানদণ্ড হিসাবে কার্য করে। সব ধরণের স্থগিত দেনা-পাওনার হিসাব মুদ্রার রূপে প্রকাশ করা হয়।

(iv) মূল্যেৰ ভাণ্ডাৰ : মুদ্রা মূল্যের ভাণ্ডার হিসাবে কার্য সম্পাদন করে। মুদ্রা সঞ্চয় করে রাখা যায় এবং সঞ্চিত মুদ্রা প্রয়োজন অনুযায়ী সামগ্রী ক্রয় করতে ব্যবহার করা যায়।

...