উত্তর : এশিয়া মহাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষিপ্তভাবে নিম্নে আলোচনা করা হল-
(i) এশিয়া মহাদেশের মধ্য অংশ পর্বত ও মালভূমিতে আবৃত।
(ii) এই মহাদেশে পৃথিবীর সবচেয়ে উচ্চ পর্বত হিমালয় অবস্থিত।
(iii) এই মহাদেশে অবস্থিত আছে মাউন্ট এভারেষ্ট, গডউইন অষ্টিন। পৃথিবীর যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।
(iv) পৃথিবীর মধ্যে উচ্চতম মালভূমি পামিরও এই মহাদেশেই অবস্থিত।
(v) বলখাস, বৈকাল, চিল্কা, সম্বর, ডাল ইত্যাদি উল্লেখযোগ্য হ্রদসমূহ এই মহাদেশেই অবস্থিত।