উত্তর: অসমের জনসংখ্যার ঘনত্ব বিভিন্ন অঞ্চলের ভিন্ন প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী সকল অঞ্চলে সমান নয়। যেসকল অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ অনুকূল নয়,যাতায়াত ও অর্থনৈতিক অবস্থা উন্নত নয়, সেইসকল অঞ্চলে জনবসতি কম ও জনসংখ্যার ঘনত্বও কম। অন্য দিকে যেসকল অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ অনুকূল এবং, অর্থনৈতিক অবস্থাও উন্নত সেইসকল স্থানের জনসংখ্যার ঘনত্ব অধিক। অসমের ব্রহ্মপুত্র উপত্যকার মাটি উর্বর, সুচল কৃষিকার্য এবং উন্নত যাতায়াত ব্যবস্থার জন্য জনসংখ্যার ঘনত্ব অধিক। অন্যদিকে কার্বি আংলং এবং ডিমা হাসাও পার্বত্য জিলা দুটিকে বেষ্টন করে থাকা পার্বত্য অঞ্চলটির প্রতিকূল ভূ-প্রাকৃতিক অবস্থার জন্য সেখানে জনবসতি কম এবং জনসংখ্যার ঘনত্বও কম। এই অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব ২০১১ সনের লোকগণনা অনুসারে প্রতিবর্গ কি.মি.এ ৬৮ জন। অন্যদিকে ব্রহ্মপুত্র উপত্যকার জনসংখ্যার ঘনত্ব ১৫০২ (প্রতি বর্গ কি.মি) জন ২০১১ সনের লোক গণনা অনুসারে।