0 votes
71 views
in Social science by (33.3k points)
ভারতবর্ষের, সংসদীয় পদ্ধতির সরকারের চারটি বৈশিষ্ট লিখ।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : ভারতের সংসদীয় পদ্ধতির চারটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল —

(i) ভারতের সংসদ দুটি সদন দ্বারা গঠিত — লোকসভা ও রাজ্যসভা।

(ii) ভারতের রাষ্ট্রপতি ভারতের সংসদের অবিচ্ছেদ্য অংগ।

(iii) ভারত রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি এবং সরকারের প্রধান প্রধানমন্ত্রী।

(iv) ভারতবর্ষে সকল কার্যপালিকা কার্যকর্ম করার জন্য বিধানমণ্ডলের নিকট দায়বদ্ধ। বিধানমণ্ডল অনাস্থা প্রস্তাব গ্রহণ করলে মন্ত্রীপরিষদ পদত্যাগ করতে বাধ্য।
...