0 votes
76 views
in Social science by (33.3k points)
আটলাণ্টিক মহাসাগরের ভূ-অবয়ব বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : এই মহাসাগরের আকৃতি ইংরাজী ‘s' অক্ষরটির মতো। আটলাণ্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় ৩০০০ মিটার। এই মহাসাগরের প্রায় মাঝামাঝি উত্তর-দক্ষিণ দিকে একটি মধ্য আটলাণ্টিক শৈলসিরা আছে। ইহার উত্তর অংশকে ডলফিন উত্থান এবং দক্ষিণ অংশকে চেলেঞ্জার, উত্থান বলে। এই মহাসাগরে অজস্র ছোট বড় সামুদ্রিক দ্বীপ আছে। এর মধ্যে আছে আইসল্যাণ্ড, নিউফাউণ্ডল্যাণ্ড ইত্যাদি।

পুয়ার্টোরিক, রোমাঞ্চ ইত্যাদি উল্লেখযোগ্য।
...