উত্তর : মানুষের কার্যের ফলে নানাধরণের অপদ্রব্য অহরহভাবে সংযোগ ঘটায় মাটিতে থাকা অনুজীবের ক্ষতি হয় ও মাটির গুণগত মান নিম্নগামী হয়। ইহাকে মাটি প্রদূষণ বলে। মাটি বিভিন্ন কারণে প্রদূষিত হতে পারে —
(i) আধুনিক কৃষিকার্যে কীটনাশক দ্রব্য, রাসায়নিক সার ইত্যাদির ব্যাপক ব্যবহারের ফলে মাটি প্রদূষণ হয়।
(ii) ঔদ্যোগিক আবর্জনা, প্লাষ্টিক, কাঁচ এবং রাসায়নিক পদার্থ ইত্যাদি মাটিতে মিশে মাটিকে প্রদূষিত করে।
(iii) ভূ-গর্ভ থেকে কয়লা, খনিজ তেল ইত্যাদি উত্তোলন করার সময় সেগুলি কিছুটা অসাবধানবশতঃ পাশাপাশি মাটিতে মিশে ইহা প্রদূষিত করে।
(iv) ভূমিক্ষয়ের ফলে মাটি, বালি, কাদা, শিল ইত্যাদি উপাদানের কিছুটা অংশ বাতাস বা জলের স্রোতে বাহিত হয়ে মাটির সংগে মিশে মাটি প্রদূষিত করে।