0 votes
47 views
in Social science by (33.3k points)
মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারত ত্যাগ আন্দোলনের একটি ব্যাখ্যা তুলে ধর।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : 1942 সনের ৪ আগষ্ট তারিখে বোম্বাইতে নিখিল ভারত কংগ্ৰেছ কমিটি ব্রিটিশ শাসনের অবসান কামনা করে প্রস্তাব গ্রহণ করেছিল এবং ভারত ত্যাগ আন্দোলন আরম্ভ করেছিল। আগষ্ট মাসে এই প্রস্তাব গৃহীত হওয়ার জন্য এই  আন্দোলনকে আগষ্ট বিপ্লব হিসাবেও জানা যায়। গান্ধীজী ঐতিহাসিক আগষ্ট সভায় উদাত্ত ভাষণ দিয়েছিলেন। গান্ধীজীর ‘করিব কিংবা মরিব' ধ্বনির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সমগ্র দেশ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

ব্রিটিশ সরকার গান্ধী ও অন্যান্য বহু কংগ্রেস নেতাকে আটক করে কারাগারে বন্দী করেছিলেন। সমগ্র দেশে হরতালের সাথে বিদেশী সামগ্রীপূর্ণ দোকান, ঘর- বাড়ী ভেঙে চুরমার করা হয়েছিল। ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা রেলষ্টেশন, আদালত, পুলিশ থানা ইত্যাদিও জনসাধারণ আক্রমণ করেছিল। রেল লাইন ধ্বংস করার সাথে টেলিফোন লাইনসমূহ কেটে দেওয়া হয়েছিল। কিছু কিছু জায়গায় এমনকি স্বাধীন সরকারও প্রতিষ্ঠা করা হয়েছিল। উত্তরপ্রদেশ, বিহার, বংগদেশ, বোম্বাই, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এই আন্দোলন ব্যাপক রূপ নিয়েছিল।
...