উত্তর : অসমে ঊনবিংশ শতকে সংঘটিত কৃষক বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেছিল জনসভাগুলি। জনসভাগুলি আধুনিক ধরনের কোন রাজনৈতিক সংগঠন ছিল। না। তথাপি এই জনসভাগুলির গুরুত্ব ছিল অপরিসীম। কৃষক তথা সর্বসাধারণকে রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে এই জনসভাগুলি অপরিহার্য ভূমিকা গ্রহণ করেছিল। জনসভাগুলি গাঁওবুঢ়া, দলৈ, গোসাঁই ইত্যাদি সমাজের মুখপাত্র লোকদের তত্ত্বাবধানে গড়ে উঠেছিল এবং তাঁদের দ্বারা পরিচালিত হয়েছিল। এইগুলি কয়েকটি গ্রাম জুড়ে গঠন করা হয়েছিল। জাত-পাত এবং সম্প্রদায় নির্বিশেষে সকলেই জনসভাগুলিতে অংশগ্রহণ করতে পেরেছিল। জনসাধারণ একত্র হয়ে সব ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্তসমূহ কার্যকরী করার জন্য সরকারের নিকট দাবী জানানোর গণতান্ত্রিক প্রশিক্ষণ এই জনসভাগুলিতে দেখা গিয়েছিল।