0 votes
73 views
in Social science by (33.3k points)
ভারতবর্ষে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ কখন গঠন করা হয়? রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের গঠন কিভাবে হয় লিখ।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : ভারতবর্ষে 1993 সনের 12 অক্টোবর রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ গঠন করা হয়।

রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের গঠন প্রণালী হ'ল—

(a) রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের সভাপতি, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ হতে হবে।

(b) সদস্যরা হলেন- (i) একজন সদস্য উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়ধীশ অথবা প্রাক্তন ন্যায়াধীশ (ii) একজন সদস্য কোনো উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ বা প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ (iii) দুইজন সদস্য মানব অধিকার আয়োগ সম্পৰ্কীয় জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা ব্যক্তি (iv) রাষ্ট্রীয় সংখ্যালঘু আয়োগের সভাপতি, অনুসূচিত জাতি- জনজাতির মহিলা আয়োগের সভাপতি এবং রাষ্ট্রীয় মহিলা আয়োগের সভাপতি আয়োগের সদস্য পদে থাকবেন।
...