উত্তর : ভারতবর্ষের স্বদেশী আন্দোলনে মহিলাদের ভূমিকা স্মরণযোগ্য। পুরুষদের সংগে সমানতালে মহিলারাও স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। নারীদের এই অংশগ্রহণ ভারতীয় স্বদেশী আন্দোলনকে এক সুসংগঠিত পর্যায়ে পৌছিয়েছিল। স্বদেশী আন্দোলনে অগ্রণী নারীদের মধ্যে একজন ছিলেন সরলা দেবী চৌধুরাণী। তিনি বিপ্লবী ভাবাদর্শের দ্বারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসৱ, ব্যায়াম সমিতি ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করে যুবক-যুবতীসকলকে লাঠিখেলা এবং কুস্তির প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি 'ভারতী' নামক পত্রিকাটি সম্পাদনা করে বংগের যুবশক্তিকে জাতীয় আন্দোলনে, ঝাপিয়ে পড়তে প্রস্তুত করে তুলেছিলেন।
নারীদের মধ্যে জাগরণ সৃষ্টি করা অন্য আরেকজন নারী ছিলেন ভগিনী নিবেদিতা। আয়ারল্যাণ্ড জন্মগ্রহণ করা এই মহীয়সী নারীর নাম ছিল মার্গারেট এলিজাবেথ নবোল। তিনি ইয়াং মেন্স হিন্দু ইউনিয়ন, বিবেকানন্দ সোসাইটি, ডন সোসাইটি এবং অনুশীলন সমিতির সংগে প্রত্যক্ষভাবে জড়িত হয়ে নারী ও যুবক- যুবতীদের দেশীয় শিল্পের মাধ্যমে স্বনির্ভরশীল হতে আহ্বান জানিয়েছিলেন।