0 votes
67 views
in Social science by (6.6k points)
স্বদেশী আন্দোলনের চারটি অবদান উল্লেখ কর।

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer
উত্তর : স্বদেশী আন্দোলনের চারটি অবদান হ'ল —

(i) স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতীয়রা ব্রিটিশ সরকারের নিকট স্বরাজ দাবী করার সুযোগ লাভ করেছিল।

(ii) স্বদেশী আন্দোলন ভারতবাসীকে গণ-আন্দোলন সম্পর্কে একটি রাজনৈতিক শিক্ষা দিতে সক্ষম হয়েছিল।

(iii) স্বদেশী আন্দোলনের মধ্যদিয়ে ভারতীয় নারীদের মধ্যে আন্দোলনের প্রবনতা গড়ে উঠেছিল।

(iv) স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষে সশস্ত্র বিপ্লবের সূচনা হয়েছিল।
...