0 votes
68 views
in Social science by (33.3k points)
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ গঠন কিভাবে হয়? নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কি?

1 Answer

0 votes
by (268k points)
 
Best answer

উত্তর : নিরাপত্তা পরিষদ হল রাষ্ট্রসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংগ।

নিরাপত্তা পরিষদ দুই ধরণের সদস্য দ্বারা গঠিত। (i) স্থায়ী সদস্য : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা পাঁচটি। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হল— আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যাণ্ড, ফ্রান্স, রাশিয়া ও চীন। (ii) অস্থায়ী সদস্য : নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা দশটি। এই অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলিকে সাধারণ সভা নির্বাচিত করে।

ভেটো ক্ষমতা : নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রকয়টির 'ভেটো' প্রয়োগের ক্ষমতা আছে। কোনো বিষয়ে স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করলে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।

Related questions

...